বাকলিয়ায় পুড়ল ওষুধের দোকান, আকবর শাহে মিটার

নগরের বাকলিয়ার মিয়াখান নগর ও আকবর শাহ এলাকার পৃথক দুইটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

- Advertisement -

সোমবার (৯ ডিসেম্বর) রাতে এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় মিয়াখান নগরে ভবনের একটি ওষুধের দোকান ও আকবরশাহে ভবনের বৈদুত্যিক মিটার পুড়ে যায়।

- Advertisement -google news follower

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান,  মিয়াখান নগরে রোববার রাত ৩টার দিকে এসআই মেডিক্যাল নামেরে একটি ওষুধের দোকানে আগুন লাগে। খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৪টি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অপরদিকে রাত চারটার দিকে আকবর শাহ থানা এলাকার নজরুল ইসলামের ভবনের বৈদ্যুতিক মিটারে আগুন লেগে ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।  সেখানে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -islamibank
জয়নিউজ/হিমেল/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM