লোকসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ভারতের আসামের স্থানীয় সংগঠনগুলোর ডাকে চলছে হরতাল। রাস্তায় চলছে স্লোগান ও মিছিল। বিক্ষোভে সামিল হয়েছে ছাত্রছাত্রীরাও।
সোমবার (৯ ডিসেম্বর) রাতে লোকসভায় পাস হয় বিতর্কিত এ নাগরিকত্ব বিল।
লোকসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এনডিএ’র শরিক দলগুলো নিয়ে সেই গরিষ্ঠতা আরও বড় হয়েছে। কিন্তু এরপরও বিরোধীরা বিল নিয়ে ভোটাভুটি চাইলে বিলের পক্ষে ভোট পড়ে ৩১১টি। আর বিলের বিপক্ষে ৮০টি ভোট পড়ে। ফলে বিলটি অনায়াসে পাস হয়ে যায়।
উল্লেখ্য, বিলের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার ছিলেন বিরোধীরা। নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল উত্তর-পূর্বের রাজ্যগুলো। আসামসহ বিভিন্ন এলাকায় হরতালের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন।