দোহাজারীর বাজারে থেকে আসা টাটকা সবজির চাহিদা বাড়ছে নগরের বাজারগুলোতে। তাই এ বাজারের পরিধি ও বিকিকিনি দুটোই বেড়েছে বেশ কয়েকবাজারে। প্রতিদিন ভোরে আশেপাশের গ্রামের ক্ষেত থেকে সবজি সংগ্রহ করে আনেন দোহাজারীর স্টেশন সংলগ্ন বাজারে। সকাল থেকে জমজামাট থাকে এ বাজার। এ বাজারে সবসময় একটি সবজির বেশি চাহিদা থাকে। সেটি হলো মিষ্টি কুমড়া। তাই কৃষকরাও ঝতুভেদে বিভিন্ন জাতের মিষ্টি কুমড়া নিয়ে আসেন বাজার। আড়তদাররা সেই মিষ্টি কুমড়া সংগ্রহ করে নগরের বাজারগুলোতে সরবরাহ করেন। দোহাজারী বাজার থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ছবিগুলো তোলা।