হুমকির মুখে পার্বত্যাঞ্চল

অপরিকল্পিতভাবে গাছ ও পাহাড় কাটায় পার্বত্যাঞ্চলের  পরিবেশ হুমকির মুখে পরেছে। এজন্য সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি বেশি বেশি গাছ লাগাতে হবে।

- Advertisement -

রাঙামাটি জুরাছড়িতে জলবায়ু পরিবর্তন ও সংশ্লিষ্ট সহনশীলতা বৃদ্ধি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আয়োজন করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। স্ট্রেংদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি (এসআইডি-সিএইচটি) ড্যানিডার অর্থায়নে এতে সহায়তা করে ইউএনডিপি।

কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পার্বত্য অঞ্চলে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের (সিসিআরপি) জেলা কর্মকর্তা শিশির স্বপন চাকমা।

- Advertisement -islamibank

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী পূর্ণেন্দু চাকমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শুভক্ষন খীসা, মনিটরিং কর্মকর্তা শোভন চাকমা, কুসুমছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ান ও বনযোগীছড়া মৌজার হেডম্যান করুণাময় চাকমা।

স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল কর্মকর্তা পলাশ খীসা। বক্তব্য রাখেন জুরাছড়ি ইউনিয়নের তোন্যাবীছড়া পাচঁপতিমাছড়া পার্বত্য অঞ্চলে জলবায়ু সহনশীলতা কমিটির সাধারণ সম্পাদক মিতালী চাকমা ও বনযোগীছড়া ইউনিয়নের ধুল কুলছড়া ও পাচঁপতিমাছড়া পার্বত্য অঞ্চলে জলবায়ু সহনশীলতা কমিটির সভাপতি সন্তোষ বিকাশ চাকমা।

জয়নিউজ/সুমন্ত

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM