ট্রাম্প বানোয়াট অভিযোগে অভিশংসিত: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ডোনাল্ড ট্রাম্পকে ‘বানোয়াট’ অভিযোগে অভিশংসিত করেছে ডেমোক্র্যাটরা।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বছরের সর্বশেষ সংবাদ সম্মেলন আয়োজন করেন পুতিন। এ সম্মেলনে এমনই অভিযোগ করেলেন তিনি।

- Advertisement -google news follower

সম্মেলনে তিনি বলেন, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টাতেই এমনটা করেছে ডেমোক্র্যাটরা। তবে তার বিশ্বাস যে, ট্রাম্প এ বিপদ কাটিয়ে উঠবেন ও ক্ষমতায় বহাল থাকবেন।

পুতিন বলেন, সহজভাবে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন রাজনৈতিক যুদ্ধের সম্প্রসারণ। ডেমোক্র্যাটিক পার্টি নির্বাচনে তাদের পরাজয়ের ফলাফল অন্যান্য উপায়ে পূরণের চেষ্টা করছে। তারা প্রথমে ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে মিলে ষড়যন্ত্র করার অভিযোগ এনেছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে, এমন কোনো ষড়যন্ত্রই ছিল না ও ওই অভিযোগের ভিত্তিতে অভিশংসন সম্ভব নয়। এখন তারা ইউক্রেনের ওপর চাপ প্রয়োগের স্বপ্ন বানিয়ে নিয়েছে।

- Advertisement -islamibank

এদিকে, ট্রাম্পের পক্ষে অভূতপূর্ব সমর্থন প্রকাশ করলেও সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন পুতিন। বিশেষ করে, মস্কোর প্রতি তাদের শত্রুভাবাপন্ন আচরণের সমালোচনা করেন তিনি।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM