বাজারে কমেছে সবজির দাম। বিক্রেতারা বলছে সবজির সরবরাহ বেশি থাকায় সবজির দাম কমেছে। তবে সামনের সপ্তাহ থেকে আরও কমবে বলে আশা করছে ব্যবসায়ীরা। সবজির দাম কমলেও বেড়েছে মাছের দাম।
শুক্রবার (২০ ডিসেম্বর) নগরের রিয়াজউদ্দিন বাজার, কাজির দেউরি, চকবাজার ও কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
বাজারে প্রতিকেজি বেগুন ৪০ টাকা, ঢেঁড়শ ৪৫ টাকা, তিতকরলা ৫০ টাকা, শসা ৪০ টাকা, গাজর ৪০ টাকা, মুলা ২০ টাকা, টমেটো ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, কাঁচামরিচ ৪৫ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, শিম ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে মাছ বাজারে প্রতিকেজি রুই ২৪০ থেকে ২৬০ টাকা, কৈ ৩৫০ থেকে ৩৭০ টাকা, কাতাল ৩০০ থেকে ৩৫০ টাকা, রূপচাঁদা ১২শ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, ছোট চিংড়ি ৪০০টাকা, বড় চিংড়ি ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়াও প্রতি কেজি ব্রয়লার মুরগি ১১৫ টাকা, সোনালী ২৫০ টাকা, দেশি মুরগি ৩৫০ থেকে ৩৭০ টাকায়। আর গরুর মাংস প্রতিকেজি ৭০০ টাকা ও খাসির মাংস ৭৫০ টাকায় বিক্রয় হচ্ছে।