চট্টগ্রামে দেশ রূপান্তরের বর্ষপূর্তি উদযাপন

সকলের সহযোগে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরো অফিস এ আয়োজন করে।

- Advertisement -

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বরেণ্য সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, হকার্স নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

- Advertisement -google news follower

চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকার তিন সম্পাদক দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক ওমর ফারুক দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।

এতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী,  চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বক্তব্য রাখেন।

- Advertisement -islamibank

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চট্টগ্রাম ব্যুরোপ্রধান ও বিশেষ প্রতিনিধি ফারুক ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে দৈনিক জনকণ্ঠর ডেপুটি এডিটর মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজা, বিএফইউজের সাবেক সহসভাপতি শহীদ উল আলম, দৈনিক প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার, সিনিয়র সাংবাদিক আসিফ সিরাজ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সহসভাপতি মোহাম্মদ আলী, কবি হাফিজ রশিদ খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, সদস্য ইব্রাহিম, সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক কুতুব উদ্দিন, জিটিভির ব্যুরোপ্রধান অনিন্দ টিটো, সমকালের চট্টগ্রাম ব্যুরোপ্রধান সরোয়ার সুমন, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন ও এজেন্সি কর্মকর্তা আবদুর রহিম উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM