বনফুল-মধুবনসহ ৭ প্রতিষ্ঠানকে বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অনিরাপদ বা সি গ্রেড পাওয়া এসব প্রতিষ্ঠান আগামী ৩০ জানুয়ারির মধ্যে খাদ্য প্রক্রিয়াজাতকরণের পরিবেশ উন্নত করতে হবে। তা না হলে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে- এমনটিই বলছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সাত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- বনফুল অ্যান্ড কোং, মধুবন, প্রিমিয়াম সুইটস, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার (লেক সার্কাস), শাহী মিঠাই, রস ফুড অ্যান্ড বেকারি লি. এবং বাঙ্কার্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট।
জয়নিউজ