সীতাকুণ্ডের লালবেগ এলাকায় অভিযান চালিয়ে কভার্ডভ্যান ভর্তি ১৪ লাখ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার করেছে চট্টগ্রাম বন বিভাগের কর্মকর্তারা।
রোববার (২২ ডিসেম্বর) রাত ১১ টার দিকে এ চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়।
ফৌজদারহাট বিটের স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ জানান, চোরাই সেগুন কাঠ বোঝাই ডাকাগামী কভার্ডভ্যানটি মাদামবিবির হাটে থামানো সংকেত দিলেও চালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।। কাভার্ডভ্যানটি ধাওয়া দিলে লালবেগ এলাকায় গাড়ি চালক ও হেলপার কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায়। পরে কাভার্ডভ্যানের ভেতর ১৪ লাখ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
জয়নিউজ/হিমেল/পিডি