অস্ত্র কারখানা উদ্ধারের জন্য পুরস্কার পেলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্ল্যাহ।
সোমবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে পুরস্কৃত করা হয়।
অস্ত্র কারখানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, দুর্ধর্ষ ডাকাত আলমকে গ্রেপ্তার করায় ওসি কেপায়েত উল্ল্যাহর হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
উল্লেখ্য, দুর্ধর্ষ ডাকাত আলমকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করার সময় গুরুতর আহত হন ওসি কেপায়েত।
এদিকে অপরাধ পর্যালোচনা সভায় অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করায় রাউজান থানার এসআই সাইমুল ইসলামকে এবং ওয়ারেন্ট তামিলে এসআই মৃদুল বড়ুয়াকে শ্রেষ্ঠ অফিসার হিসাবে পুরস্কৃত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু ফয়েজসহ চট্টগ্রাম রেঞ্জের সব জেলার পুলিশ সুপাররা।