মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা থেকে বাতিল হচ্ছে চারুকারু ও শারীরিক শিক্ষা বিষয়ে পরীক্ষা।
রোববার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন নাথ।
তিনি বলেন, ২০২০ শিক্ষাবর্ষ থেকে এটি কার্যকর হবে। তাই আগামী ফেব্রুয়ারিতে আয়োজিত এসএসসি পরীক্ষা থেকে চারুকারু ও শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না।
এ দুই বিষয়ের পরীক্ষা তুলে দেওয়া হবে তা ক্লাস শিক্ষকদের মাধ্যমে মূল্যায়ন হয়ে শিক্ষা বোর্ডে পাঠানো হবে। ফলাফলের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ পাস-ফেল বলে কিছুই থাকবে না।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ক্লাসে মূল্যায়ন অতি গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষার চাপ কমিয়ে ক্লাস মূল্যায়ন বাড়ালে পড়ালেখার প্রতি আগ্রহ বেড়ে যাবে।