চট্টগ্রাম শিক্ষাবোর্ডে গতবছর জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) ফলাফলে চাঁদের কলঙ্ক হয়ে ছিল একটি বিদ্যালয়। যে বিদ্যালয়ে পাসের মুখ দেখেনি একজন শিক্ষার্থীও। তাই এ বছর ফলাফল প্রকাশের পর কৌতূহলী অভিভাবকদের দৃষ্টি ছিল এ বিষয়টিতে।
না, এবার আর লজ্জার কোনো কালিমা লেপন হয়নি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের গায়ে। চলতি বছর চট্টগ্রাম বোর্ডের অধীনে ১ হাজার ২৭৪টি বিদ্যালয় জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস করেছে ১০২টি স্কুল। এর চেয়ে বড় কথা, এবার এমন কোনো স্কুল নেই যেখানে পাসের হার শূন্য।
আরো পড়ুন: শতভাগ পাসে সেঞ্চুরি
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, গত বছরে থেকে এ বছরের পাসের হার বেড়েছে। আশা করছি, সামনে আরো বাড়বে। চট্টগ্রাম বোর্ডে এবারে পাসের হার ৮২ দশমিক ৯৩ শতাংশ। এবারে কোনো স্কুলে পাসের হার শূন্য নেই।