দুস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছে কমিউনিটি পুলিশিং। নগরের সিআরবির শীরিষতলায় তারা দরিদ্রদের হাতে তুলে দিয়েছে কম্বল।
এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) কমিশনার মাহবুবুর রহমান।
তিনি বলেন, শীতে বির্পযস্ত জনজীবনে কিছুটা স্বস্তি এনে দিতে কমিউনিটি পুলিশিংয়ের পক্ষে থেকে এই আয়োজন। দেশের প্রান্তিক পর্যায়ে খেটে খাওয়া মানুষগুলো শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছে। আমরা চাই আমাদের সাধ্যমতো এই মানুষগুলোর মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে।
পরে সিএমপি কমিশনার দুস্থ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও আজাদী সম্পাদক এমএ মালেক, সদস্য সচিব ও জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপোরেশন) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোস্তাক আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) আমেনা বেগমসহ সিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা।