ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত

ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত এবং পাকিস্তান সীমান্ত। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত। সীমান্তের কৃষ্ণ ঘাঁটি সেক্টরের পুঞ্চ জেলায় বুধবার (১ জানুয়ারী) পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায়।

- Advertisement -

ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে সহিংসতার ঘটনা ঘটেছে। ভারতের দাবি, নিয়ন্ত্রণ রেখার কৃষ্ণ ঘাঁটিতে ছোট অস্ত্র ও মর্টার শেল দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান।

- Advertisement -google news follower

পাক সেনাদের হামলার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনারা। ফলে দু’পক্ষের মধ্যে অনেক সময় ধরে গুলি বিনিময় হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, বুধবার সকালে সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নওশেরা সেক্টরে তল্লাশি অভিযান চালানোর সময় সংঘর্ষ শুরু হয়। এতে দুই ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন সন্ত্রাসী ভারতে ঢোকার চেষ্টা করছে এমন সংবাদে অভিযান চালায় সেনাবাহিনী।

জয়নিউজ/পিডি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM