এনআরসি-সিএএ নিয়ে উদ্বিগ্ন নয় বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেছেন, ভারতের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে আমরা উদ্বিগ্ন নই। এসব ভারতের অভ্যন্তরীণ বিষয়।

- Advertisement -

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে বিজিবির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

- Advertisement -google news follower

বিজিবির মহাপরিচালক জানান, গত দুই মাসে ভারত থেকে ৪৪৫ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন।

এক বছরের পরিসংখ্যান তুলে ধরে সাফিনুল ইসলাম বলেন, গত এক বছরে নারী-শিশুসহ ৯৭২ জন অনুপ্রবেশকারীকে আটক করে বিভিন্ন থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি, অনুপ্রবেশকারী সবাই বাংলাদেশি।

- Advertisement -islamibank

এনআরসি ও সিএএ সংকট চলাকালে অনুপ্রবেশকারীর সংখ্যা জানতে চাইলে তিনি জানান, নভেম্বর ও ডিসেম্বরে ৪৪৫ জন অনুপ্রবেশের দায়ে আটক হয়েছেন। তারা বাংলাদেশি। সবাই কাজের জন্য দালাল ধরে ভারতে গিয়েছিলেন। নাগরিকত্ব আইনের পর তারা দেশে ফিরে আসছেন।

ঝিনাইদহ, মহেশপুর এবং সাতক্ষীরা সীমান্ত হয়ে তারা ফিরেছেন বলে জানিয়েছেন সাফিনুল ইসলাম।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM