নগরের পলোগ্রাউন্ড মাঠে চরমোনাই পীরের মিলাদ মাহফিলের প্যান্ডেল ভেঙে দুইজন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।
এ সময় বিদ্যুতের লাইন ছিড়ে যাওয়ায় আহতদের সনাক্ত করতে পারেননি বলে জানিয়েছে মাহফিল কমিটি।
দুর্ঘটনার সময় চরমোনাই পীর মুফতি ছৈয়দ মো. রেজাউল করিম বাইরে বিশ্রামে ছিলেন, তাই তিনি অক্ষত আাছেন বলে নিশ্চিত করেছেন মাহফিলের সমন্বয়ক তরিকুল ইসলাম।
তিনি জয়নিউজকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে বাতাসে হঠাৎ প্যান্ডেল ভেঙে পরে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুই-একজন একটু আঘাত পেয়েছে। তাদেরকে আমাদের মেডিকেল টিম উদ্ধার করেছে। পরে তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ মোজাহিদ কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী মিলাদ মাহফিলের শুক্রবার ছিল দ্বিতীয় দিন। তবে আজকের মাহফিল স্থগিত করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) মিলাদ চলবে কি-না তা রাতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মাহফিলের আয়োজক কমিটি।
উল্লেখ্য, চরমোনাই পীর মুফতি ছৈয়দ মো. রেজাউল করিম বাংলাদেশ মোজাহিদ কমিটির আমির।