বাংলার সৌন্দর্যকে উপেক্ষা করে যারা বিদেশ ঘুরে বেড়ান তাদের দেখে কবিগুরু আক্ষেপ করে বলেছিলেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/একটি ধানের শিষের উপরে/একটি শিশিরবিন্দু।
বাংলার পরতে পরতে সৃষ্টিকর্তা যে রূপ দিয়েছেন তাতে কত সৌন্দর্য পিপাসু বিমোহিত হয়েছেন তার ইয়ত্তা নেই। এমনই একটি সৌন্দর্যের লীলাভূমি জামানছড়ি।
নামটি অনেকের কাছে একেবারে নতুন মনে হতে পারে। না, খুব বেশি দূরে নয়। কাপ্তাই চিৎমরম ঘাট থেকে নৌকায় মাত্র বিশ মিনিটের পথ।
জামানছড়িতে খুব বেশি জনবসতি নেই। প্রায় ৩০টি মারমা পরিবার এখানে বাস করেন।
কোলাহল ছাড়িয়ে যারা একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য আদর্শ স্থান হতে পারে জামানছড়ি। যারা তাবুতে ক্যাম্পিং করতে ভালোবাসেন তাদের জন্য এটি অসাধারণ এক স্থান। বাড়তি পাওনা হিসেবে আছে নানা পদের বাহারি পাহাড়ি খাবার।