কুয়াশাচ্ছন্ন সকালে ভোটোৎসব

সকাল থেকেই প্রচণ্ড কুয়াশা। তবে ভোটোৎসবে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি  এটি। কুয়াশাকে সঙ্গী করেই ভোট দিতে কেন্দ্রে আসছেন চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের ভোটাররা।

- Advertisement -

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে থেকে শুরু হয় ভোটগ্রহণ। এর আগে থেকেই কয়েকটি কেন্দ্রে ভোটাররা উপস্থিত হন। বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

- Advertisement -google news follower

জয়নিউজের বোয়ালখালী প্রতিনিধি শাহীনূর কিবরিয়া মাসুদ জানান, সকাল থেকেই বোয়ালখালীতে প্রচণ্ড কুয়াশা পড়ছে। কুয়াশা উপেক্ষা করেই সাতসকালে কেন্দ্রে আসছেন ভোটাররা। পুরুষের পাশাপাশি নারী ভোটারদেরও দেখা গেছে সাতসকালে কেন্দ্রে আসতে।

গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসা সাজু বেগম জয়নিউজকে বলেন, ভোট আমার নাগরিক অধিকার। এ অধিকার প্রতিষ্ঠার জন্যই এখানে এসেছি।

- Advertisement -islamibank
কুয়াশাচ্ছন্ন সকালে ভোটোৎসব
কুয়াশাকে সঙ্গী করেই সাতসকালে ভোট দিতে এসেছেন নারী ভোটাররা। গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে তোলা ছবি

সাঈদুল আলম নামে আরেক ভোটার বলেন, প্রচণ্ড শীত পড়ছে, সেই সঙ্গে কুয়াশা। তবে ভোটের উৎসবের কাছে এসব কিছুই না। সকাল সকাল চলে এলাম কারণ প্রথমদিকে ভোট দেওয়ার আমেজটাই অন্য রকম।

এই উপনির্বাচনে মোট ছয়জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ নৌকা এবং বিএনপি প্রার্থী আবু সুফিয়ান ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মো. ফরিদ উদ্দিন, ন্যাপের বাপন দাশগুপ্ত এবং স্বতন্ত্র প্রার্থী মো. এমদাদুল হক।

চট্টগ্রাম-৮ আসনের মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৪৮৫ জন। মোট কেন্দ্র ১৭০টি। এর মধ্যে বোয়ালখালীতে পড়েছে ৬৯টি কেন্দ্র। বাকি ১০১টি কেন্দ্র পড়েছে নগরে। ভোট কার্যক্রম সম্পন্নে নিয়োজিত রয়েছেন ৩ হাজার ৭৫৮ জন কর্মকর্তা।

এছাড়া রয়েছেন ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। একইসঙ্গে মাঠে রয়েছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হাসানুজ্জামানের নেতৃত্বে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM