প্রধানমন্ত্রীর উদ্যোগে সবাই স্বাস্থ্যসেবা পাচ্ছেন: দীপংকর তালুকদার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এখন সমতল ও পাহাড়ে প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষও নেই, যিনি সরকারের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ একসময় পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা পেতো না। কিন্তু আজ দেশ পরিবর্তন হয়েছে, যা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর আন্তরিকতায়।

- Advertisement -

কাপ্তাই উপজেলা সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ৩১শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ এবং নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ দীপংকর তালুকদার এসব কথা বলেন।

- Advertisement -google news follower

মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী।

- Advertisement -islamibank

এতে স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার।

জয়নিউজ/নজরুল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM