নগরের আকবরশাহ ও তার আশেপাশের এলাকার পাহাড়ে একসময় বিভিন্ন বন্যপ্রাণীর দেখা মিলত। তবে অবৈধভাবে পাহাড় কাটা ও বন উজাড়ের ফলে একে একে বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্যপ্রাণীর অনেক প্রজাতি। যে কয়েকটা প্রাণী ঠিকে আছে তারাও এখন অস্তিত্ব সংকটে। বন উজাড় হওয়ায় খাবারের খোঁজে এখন লোকালয়ে চলে আসছে প্রাণীরা। এর আগে লোকালয়ে হরিণের দেখা গেলেও বুধবার (১৫ জানুয়ারি) সকালে দেখা মিলল একজোড়া হনুমানের।
সংলিষ্টরা বলছেন, পাহাড় কেটে এ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বসতি নির্মাণ করছে প্রভাবশালী এক চক্র। এর ফলে বন্যপ্রাণীরা এদিকে যেমন তাদের আবাসস্থল হারাচ্ছে, তেমনি খাদ্য সংকটের কারণে লোকালয়ে চলে আসতে বাধ্য হচ্ছে। এটি তাদের জন্য একটি ফেরারী জীবন।
এমনিভাবে চলতে থাকলে একটি একটি করে বিলুপ্ত হতে থাকবে এখানকার বন্যপ্রাণীগুলো। তাই যথাশীঘ্র সরকারকে এ এলাকায় বন্যপ্রাণী সংরক্ষণে কার্যকরী ভূমিকা রাখতে হবে।
আকবরশাহ গোলপাহাড় বেলতলিঘোনা এলাকা থেকে ছবিগুলো তোলা।