মাঘের শিশির ভেজা সরিষা ভরা হলুদে মাঠ আর বাতাসে সরিষা ফুলের মিষ্টি গন্ধে ভরপুর চারদিক। কোথাও আবার মৌ মাছিরা গুনগুন শব্দে মধু সংগ্রহে ব্যস্ত। গ্রামের মেঠো পথের পাশে যেন প্রকৃতি হলুদের গালিচা বিছিয়ে রেখেছে। সকালে সূর্য়ের আলোয় ঢেউ খেলানো এমন দৃশ্য দেখে যেকেউ বিমোহিত হবেন এটা নিশ্চিত।
এইতো গেল সরিষা ফুলের সৌন্দর্যের কথা। তেলবীজ হিসেবে বাংলাদেশের একটি অর্থকরী ফসলও সরিষা। তবে চট্টগ্রামে সরিষার তেমন আবাদ হয় না বললেই চলে। আমন ধানের পর বেশিরভাগ কৃষক সবজিচাষকে করেন জমিতে। তবে রাউজান দলইনগরের চার থেকে পাঁচজন কৃষক তাদের জমিতে গেল কয়েকবছর ধরে করছেন সরিষা চাষ।
কৃষকরা জানালেন, আমন ধানের পর জমিতে আগে শীতকালীন সবজি চাষ করতেন। তবে গেল কয়েকবছর সরিষা চাষে কম খরচে অধিক লাভ হওয়ায় এখন সরিষা চাষ করছেন। তাদের দেখাদেখি গ্রামের অনেক কৃষকও আগ্রহী হচ্ছেন সরিষা চাষে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ছবিগুলো তোলা।