চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেছেন, যারা জঙ্গিবাদে জড়িত তারা দেশদ্রোহী। তারা ইসলামের শত্রু, তারা মানবতার শত্রু। বর্তমান সরকার জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স ঘোষণা করেছে।
সিডিএ চেয়ারম্যান সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চান্দগাঁও জামিয়া দারুল মা-আরিফ আল ইসলামীয়া মাদ্রাসায় সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের আয়োজনে জঙ্গিবাদবিরোধী আলেম ওলামা ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গিবাদ রোধ করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের ভার নিজের হাতে তুলে নিয়েছিলেন। তিনি সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বর্তমানে অনেকগুলো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।
সংগঠনের সমন্বয়ক এড. জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে ও কার্যকরী সদস্য মোহাম্মদ বোখারী আজমের সঞ্চালনায় মূখ্য আলোচকের বক্তব্য রাখেন জামিয়া দারুল মা আরিফ আল ইসলামীয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফোরকান উল্যা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা স্থপতি আশিক ইমরান, মোহাম্মদ এমরান, সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নর্থ) মোহাম্মদ মিজানুর রহমান, চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, চান্দগাঁও থানার ওসি তদন্ত জোবায়ের হোসেন, সংগঠনের যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, ডা: হোসেন আহমেদ, জামিয়া দারুল মা আরিফ আল ইসলামীয়া মাদ্রাসার সহকারী পরিচালক ড. জসিম উদ্দিন নদভী, মহানগর যুবলীগ নেতা কফিল উদ্দিন, সুচিন্তা স্টুডেন্টস এন্ড ইয়ুথ উইং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইমরান রাজু, সদস্য মোঃ হাসান, রূপম প্রমুখ।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশিত হয়। শেষে উপস্থিত ছাত্রদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
জয়নিউজ/জেডএইচ