সাতকানিয়ায় আদালতে মামলা বিচারাধীন জায়গায় প্রভাব কাটিয়ে জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
জানা যায়, আদালতের নিষেধাজ্ঞার জের ধরে অভিযুক্ত ইউসুফ ও সামশুল আলম দলবল নিয়ে হামলা করে ভিকটিমের বাড়িতে। হামলায় ভিকটিমদের মারধর ও গৃহকর্মী আমেনা বেগমের (৪০) মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় আমেনা বেগমের স্বামী আবুল বশর বাদী হয়ে গত ৭ জানুয়ারি ইউসুফ ও সামশুল আলমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম বলেন, ইতোমধ্যেই আদালতের নিষেধাজ্ঞার নোটিশ তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরেও শৃঙ্খলা বজায় এবং কাজ বন্ধ না করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।