খাগড়াছড়ি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ দিন ধরে ভর্তি দগ্ধ মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি সকালে পৌরসভার চৌধুরী পাড়া এলাকার রাস্তার পাশে এক বৃদ্ধ মহিলাকে দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
হাসপাতালে নিয়ে আসা স্থানীয় যুবক মো. আব্দুর রহিম বর্তমানে ওই বৃদ্ধার দেখাশুনা করছেন । তবে তার এখনো পরিচয় মেলেনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো.মমিনুল হক বলেন, দগ্ধ ওই বৃদ্ধার পেটের উপর থেকে গলা পর্যন্ত প্রায় ৪০শতাংশ পুড়ে গেছে, ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ মহিলাটির গায়ে গরম তেল অথবা গরম পানি পড়েছে। যার কারণে তাঁর বুকের অধিকাংশ দগ্ধ হয়ে গেছে। তাকে চিকিৎসা গত ১০দিনে মহিলাটি অনেকটা সুস্থ্য হয়ে ওঠেছেন।
জয়নিউজ/পিডি