কাগতিয়ার পীর মুনিরুল্লাহ ও তাঁর অনুসারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকালে ঘণ্টাব্যাপী চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দেয় বিক্ষুব্ধ জনতা।
এসময় চট্টগ্রাম-রাঙামটি সড়কে শত শত গণপরিবহণ ও পণ্যবোঝাই ট্রাক আটকা পড়ে।
কর্মসূচি চলাকালে কিছু নারীকে ঝাড়ু নিয়ে সড়কে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।
এদিকে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এসময় পীরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নিলে সড়কে যানিবাহন চলাচল স্বাভাবিক হয়।
কর্মসূচি চলাকালে রাউজানের গহিরা চৌমুহনী চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার কাউন্সিলর কাজী ইকবাল।
পৌরসভা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।