চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯টি পদে ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করেছেন নির্বাচন কমিশন।
সোমবার (২০ জানুয়ারি) বিকালে সিইউজের কার্যালয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন সিইউজের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জসীম উদ্দীন সবুজ।
দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে লড়ছেন নাজিমুদ্দীন শ্যামল, মাঈনুদ্দীন দুলাল, মোহাম্মদ আলী ও মোস্তাক আহমদ।
সিনিয়র সহসভাপতি পদে-আলোকময় তলাপাত্র, মুজাহিদুল ইসলাম ও রতন কান্তি দেবাশীষ। সহসভাপতি পদে-অনিন্দ্য টিটো, আবসার মাহফুজ ও আলমগীর অপু। সাধারণ সম্পাদক পদে-মো. হাছান ফেরদৌস ও ম. শামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে-সবুর শুভ ও স্বরূপ ভট্টাচার্য। অর্থ সম্পাদক পদে-কাশেম শাহ, নুর উদ্দিন আহমেদ ও সৌমেন ধর। সাংগঠনিক সম্পাদক পদে-এসএম ইফতেখারুল ইসলাম ও প্রীতম দাশ। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে-আল রাহমান, ইফতেখার উদ্দীন, মো. ফরিদ উদ্দীন ও রাহুল কান্তি দাশ। নির্বাহী সদস্য পদে-আবুল হোসাইন, আবদুর রউফ পাটোয়ারী, বিশু রায় চৌধুরী ও মো. মহররম হোসাইন।
উল্লেখ্য, সিইউজে পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
জয়নিউজ/কাউছার