ইসির সঙ্গে বৈঠকে বিএনপি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ইসির সঙ্গে বিএনপির দ্বিতীয় দফায় বৈঠক বিএনপি।

- Advertisement -

মঙ্গলবার (২১ জানুয়ারি) ১১টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

- Advertisement -google news follower

বিএনপির চার সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ইসির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত রয়েছেন সিইসি কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম। এছাড়াও উপস্থিত রয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।

- Advertisement -islamibank

ইসি সূত্র জানায়, সদ্য অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ আসনে নির্বাচন ও ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে কথা বলতে পারে বিএনপি।

চট্টগ্রাম-৮ আসন নির্বাচনে ইভিএম ব্যবহার হলেও অনিয়মের অভিযোগ রয়েছে বিএনপির।

এর আগে ঢাকার দুই সিটি নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ একাধিকবার বৈঠক করেছে ইসির সঙ্গে। জাতীয় পার্টির প্রতিনিধিরাও ইসির সঙ্গে বৈঠক করেছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM