নগরের সিআরবিতে রেলওয়ের টেন্ডার নিয়ে বিরোধের জেরে জোড়াখুন মামলার প্রধান আসামি অজিত দাশকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) ভোরে বোয়ালখালীর কানুনগোপাড়া এলাকা থেকে অজিতকে গ্রেপ্তার করে পুলিশ
পুলিশ সূত্রে জানা যায়, অজিত দাশের বিরুদ্ধে জোড়াখুন মামলা ছাড়াও পুলিশের ওপর হামলা, বিভিন্ন অভিযোগে একাধিক মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা আছে।
উল্লেখ্য ২০১৩ সালের ২৪ জুন রেলের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে সিআরবি সাত রাস্তার মোড়ে যুবলীগ নেতা সাইফুল ইসলাম লিমন ও হেলাল আকবর চৌধুরী বাবর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাজু পালিত ও আট বছরের শিশু আরমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।