প্রযুক্তিতেই সমৃদ্ধ হচ্ছে জাতি: এলজিইডি মন্ত্রী

এলজিইডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যে দেশ প্রযুক্তি যত আয়ত্ব করতে পেরেছে সে জাতি ততো সমৃদ্ধ হয়েছে। এদেশের তরুণরা ভিউ এক্সচেঞ্জ, নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছে। তাই আজ বাংলাদেশ রোল মডেল।

- Advertisement -

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় চিটাগাং আইটি ফেয়ার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ আয়োজন করেছে চট্টগ্রাম চেম্বার।

- Advertisement -google news follower

উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রামকে স্মার্ট সিটিতে রূপান্তর করতে আমরা কোয়ালিটি প্রোগ্রাম করতে চাই। সরকার বৃহত্তর চট্টগ্রামে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এরমধ্যে রয়েছে কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, মাতারবাড়িতে এনার্জি হাব, মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড ও চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল। চট্টগ্রামকে টেক হাব করতেই আমাদের এ মেলার আয়োজন।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনালস (এসসিআইটিপি) সভাপতি মো. আবদুল্লা ফরিদ।

- Advertisement -islamibank

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক ও জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন।

এ মেলায় থাকছে দেশের ৩০ প্রতিষ্ঠানের ৫৮টি স্টল। মেলার দ্বিতীয় দিন রোববার বিকেলে অনুষ্ঠিত হবে সিকিউরিটিজ শীর্ষক সেমিনার। সমাপনী দিন বিকেলে থাকবে গ্রামীণফোন আয়োজিত আরেকটি সেমিনার।

আইটি ফেয়ার সকলের জন্য উন্মুক্ত থাকবে। সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত বিনা টিকিটে সবাই মেলা পরিদর্শন করতে পারবেন।

জয়নিউজ/হিমেল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM