চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অফিসিয়াল ওয়েবসাইট (cu.ac.bd) হ্যাকিংয়ের শিকার হয়েছে। যদি হ্যাকিংয়ের সামান্য পরেই সাইটটি পুনঃনিয়ন্ত্রণে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল চারটার আগে ‘ইন্ডিয়ান সাইবার রিসার্চ এন্ড এমপাওয়ার উইং’ নামে একটি হ্যাকার গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী জয়নিউজকে বলেন, ‘কিছুক্ষণ আগে একইসঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ডুয়েটের ওয়েবসাইটসহ বাংলাদেশের বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। তবে ওয়েবসাইটটি আমরা নিয়ন্ত্রণে নিয়েছি৷ আশা করছি শীঘ্রই রিকভার করতে পারব।’