লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।
গত ২১ জানুয়ারি একনেক সভায় সারাদেশে উপজেলা পর্যায় ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়ে) শীর্ষক একটি প্রকল্প অনুমোদন করা হয়। আর এ প্রকল্পে লক্ষ্মীপুরের প্রতিষ্ঠানটিও রয়েছে। এ উপলক্ষে রোববার (২৬ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়।
র্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভুইঞা হাতে একটি স্মারকলিপি প্রদান করেন টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোরশেদ আলম ও পলিটেকনিক ইন্সটিটিউট এর একাডেমী ইন্চার্জ আতিকুর রহমান।
এসময় আরো উপস্থিত প্রতিষ্ঠানটির শিক্ষক আবুল কালাম আজাদ,আব্দুর রশিদ, হাফিজুর রহমান, কামরুজ্জামান, তপন কুমার, মোবারক হোসেন, মো. আবুল বাশার, মো. আলমগীরর হোসেন ও মোখলেছুর রহমান।
জয়নিউজ/মনির/পিডি