বর্ষায় ভারী বর্ষণে জলমগ্ন থাকে নগরের নিম্নাঞ্চল। পলিথিন ও প্লাস্টিক জমে ইতোমধ্যে ভরাট হয়ে গেছে অসংখ্য নালা। ভরাট হয়ে যাওয়া নালাগুলো দ্রুত সংস্কার করা না হলে জলাবদ্ধতায় পোহাতে হবে চরম দুর্ভোগ। একইসঙ্গে পরিবেশের ক্ষতিতো রয়েছেই।
ভরাট হয়ে যাওয়া নালা থেকে এক টোকাইয়ের প্লাস্টিকের বোতল কুড়ানোর ছবিটি নগরের চেরাগী মোড় এলাকা থেকে তোলা।