করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কায় চীন থেকে আসা বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে আমেরিকা ও অস্ট্রেলিয়া।
বিশ্ব স্বাস্থ্য বলেছে, এ পদক্ষেপে ভালোর চেয়ে খারাপ বেশি হবে। এতে তথ্য আদান-প্রদানে প্রতিবন্ধকতা তৈরি হবে। চিকিৎসা সামগ্রী সরবরাহ ও অর্থনীতি ধাক্কা খাবে। পর্যটকরা বেআইনি পথে দেশগুলিতে ঢুকবে। ফলে সংক্রমণের শঙ্কা বাড়বে।
এদিকে এভাবে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করায় কড়া সমালোচনা করছে চীন।
প্রসঙ্গত, নোভেল করোনা ভাইরাসে চীনে এ পর্যন্ত ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগ মৃত্যু হুবেই প্রদেশে। এছাড়া উহানে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৮০০ জন।
জয়নিউজ