শীতের বিদায় ঘণ্টা বেজে গেছে। আসছে ঋতুরাজ বসন্ত। তাই প্রকৃতিতে লেগেছে নব আনন্দের ধুম। পাতাঝরা বৃক্ষে একটু একটু ডানা মেলছে নতুন পাতা।
ফুলের মিষ্টি ঘ্রাণে বসন্তকে বরণ করে নিতে পাখিরা মেতেছে কলতানে। চারিদিকের বর্ণিল সাজে বাহারি ফুলের রঙের পসরায় বসন্ত যেন এক মাদকতা সৃষ্টি করে।
বসন্তের আগমনীতে শুধু প্রকৃতি নয়, শীতের জড়তা ভেঙে মানুষও সেজে উঠে প্রকৃতির সঙ্গে। তাই তো কবি বলেছেন, ‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত’।
নগরের পাহাড়তলি জেলা পুলিশ লাইন থেকে ছবিগুলো তোলা।