শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত ৩ যাত্রীর প্যান্টের বেল্টের বকলেস থেকে ৯টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়েছে।
বৃহষ্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা বিশেষ কায়াদায় লুকানো এই স্বর্ণের বারগুলো জব্দ করে। এসময় তাদের ব্যাগে ২৪০ কার্টন সিগারেট পাওয়া য়ায়। এই ঘটনায় কা্উকে আটক করা হয়নি। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে কাস্টমসের নির্ভরযোগ্য একটি সূত্র।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম জয়নিউজকে জানান, সকার ১০টায় বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইটে দুবাই থেকে তিনজন যাত্রী চট্টগ্রামে আসেন। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে কাস্টমস কর্মকর্তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা বিশেষ কায়দায় বেল্টের বকলেসে লুকিয়ে রাখা স্বর্ণগুলো বের করে দেয়।
তিনি আরো জানান, যেহেতু জব্দকৃত স্বর্ণের পরিমাণ কম তাই তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে কাস্টমস আইনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জয়নিউজ/কামরুল/পিডি