এক সাংগঠনিক সফরে মঙ্গলবার (১১ ফেব্রুযারি) চট্টগ্রাম আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা থাকলেও আসন্ন সিটি নির্বাচনের আগে তাঁর এ সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলছেন তৃণমূলের নেতাকর্মীরা।
বিএনপির এক নির্ভরযোগ্য সূত্র জানায়, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন নিয়ে মহাসচিব দিকনির্দেশনা দিতে পারেন দলীয় নেতাকর্মীদের। এছাড়া নির্বাচনে দলীয় প্রার্থী ও নির্বাচনের সময় বিএনপির কৌশল নিয়েও তিনি নগরের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন।
নগরের বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন জয়নিউজকে জানান, আগামীকাল (মঙ্গলবার) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক মতবিনিময় সভা করবেন। সভায় চট্টগ্রাম নগর বিএনপির ১৫টি থানার প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
আসন্ন সিটি নির্বাচন নিয়ে মহাসচিব মির্জা ফখরুল নির্দেশনা দিবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
নগর বিএনপির কার্যালয় নসিমন ভবনে মঙ্গলবার বিকাল ৩টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জয়নিউজ/কামরুল/পিডি