চট্টগ্রাম আসছেন ফখরুল, চসিক নির্বাচন নিয়ে কী বার্তা?

এক সাংগঠনিক সফরে মঙ্গলবার (১১ ফেব্রুযারি) চট্টগ্রাম আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা থাকলেও আসন্ন সিটি নির্বাচনের আগে তাঁর এ সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলছেন তৃণমূলের নেতাকর্মীরা।

- Advertisement -

বিএনপির এক নির্ভরযোগ্য সূত্র জানায়, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন নিয়ে মহাসচিব দিকনির্দেশনা দিতে পারেন দলীয় নেতাকর্মীদের। এছাড়া নির্বাচনে দলীয় প্রার্থী ও নির্বাচনের সময় বিএনপির কৌশল নিয়েও তিনি নগরের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন।

- Advertisement -google news follower

নগরের বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন জয়নিউজকে জানান, আগামীকাল (মঙ্গলবার) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক মতবিনিময় সভা করবেন। সভায় চট্টগ্রাম নগর বিএনপির ১৫টি থানার প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

আসন্ন সিটি নির্বাচন নিয়ে মহাসচিব মির্জা ফখরুল নির্দেশনা দিবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

- Advertisement -islamibank

নগর বিএনপির কার্যালয় নসিমন ভবনে মঙ্গলবার বিকাল ৩টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জয়নিউজ/কামরুল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM