টেলিটক পাহাড়ে কেড়ে নেওয়া হলো ১৬ শিক্ষার্থীর ফোন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) টেলিটক পাহাড়ে ঘুরতে গিয়ে প্রথম বর্ষের ১৬ শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে ১৪টি স্মার্ট ফোন কেড়ে নেয় ছিনতাইকারীরা।

- Advertisement -

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের পিছনের টেলিটক পাহাড়ে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সবাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

- Advertisement -google news follower

ভুক্তভোগী শিক্ষার্থীদের একজন তাফহিমুল নিহাল জয়নিউজকে বলেন, টেলিটক পাহাড়ে ঘুরতে গেলে অজ্ঞাত পাঁচজন ছিনতাইকারী আমাদের উপর অতর্কিত হামলা করে। এসময় আমাদের কাছ থেকে ১৪টি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। এ বিষয়ে আমরা প্রক্টরের নিকট একটা লিখিত অভিযোগ দিয়েছি।

তিনি বলেন, ছিনতাইকারীরা মুখোশ পরিহিত ছিলেন। সবার হাতে রামদা ছিল। ছিনতাইয়ের কিছুক্ষণ পর আমাদের আরো কয়েকজন সহপাঠীদের নিয়ে পুনরায় ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরাও দৌড়ে তাদের পিছু নেই। একপর্যায়ে তারা খালের মধ্যে দিয়ে জঙ্গলের ভিতরে ডুকে যায়। এসময় আমরা দুটি ফোন সেখান থেকে উদ্ধার করি।

- Advertisement -islamibank

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান জয়নিউজকে বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

জয়নিউজ/নবাব/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM