ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বোধন আবৃত্তি পরিষদ আয়োজন করেছে বসন্ত উৎসবের।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)বাংলা দিনপঞ্জির পহেলা ফাল্গুনে আমবাগান রেলওয়ে জাদুঘরের সামনের শেখ রাসেল পার্কে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনের।
‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’ শিরোনামে বাঙালির চিরায়ত এ উৎসব সকাল ৮ টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। আয়োজনে থাকছে আবৃত্তি, সংগীত, নৃত্য, কথামালা, ঢোলবাদন, যন্ত্রসংগীত। এছাড়া বিকাল ৩টায় উৎসব অঙ্গন থেকে বের হবে বর্ণাঢ্য সাজে বসন্তবরণ শোভাযাত্রা।
এছাড়াও থাকবে রকমারি পিঠাপুলির আয়োজন। নান্দনিক এ আয়োজনে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন।
জয়নিউজ/পিডি