পার্বত্যবাসীর উন্নয়নে সরকার আন্তরিক: বীর বাহাদুর

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্যবাসীর উন্নয়নে সরকার আন্তরিক। পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত কয়েকশ কোটি টাকার উন্নয়ন কাজ বর্তমানে চলমান রয়েছে। পর্যটন শিল্পের উন্নয়নে এ অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়েছে।

- Advertisement -

বান্দরবান উপজেলার বনরুপা পাড়ায় আনুষ্ঠানিকভাবে দুটি উন্নয়ন কাজের ফলকউন্মোচন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

- Advertisement -google news follower

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) যেসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয় তা হলো-পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ছিদ্দিকনগর থেকে ক্যচিংঘাটা সড়ক নির্মাণ। এছাড়া ৫০ লাখ টাকা ব্যয়ে মারমা শ্মশানের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো. আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান খোকন, সৌরভ দাশ শেখর ও ছালেহা বেগমসহ গণ্যমান্য ব্যক্তিরা।

জয়নিউজ/আলাউদ্দীন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM