নগরের চান্দগাঁও ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজে শিশুতোষ ক্যান্সার সম্পর্কিত সচেতনতা সৃষ্টির উদ্দেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভার উদ্যোগক্তা ছিলেন শিশু ক্যান্সার সংক্রান্ত সেবা ও সহায়তা প্রদানকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চিলড্রেন লিউকেমিয়া এসিসটেন্স এন্ড সাপোর্ট সার্ভিসেস (ক্লাস)।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসার ড. গোলাম রাব্বানী ও প্রধান অতিথি ছিলেন এনটিভি চট্টগ্রাম ব্যুারো চিফ শামশুল হক হায়দারী। বিশেষ অতিথি ছিলেন মিস ওয়ার্ল্ড রাফাহ্ নানজিবা তোরসা।
এতে সভাপতিত্ব করেন ক্লাস ও ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর।
সভায় অন্যান্য অতিথিদের মধ্যে আলোচনায় অংশ নেন ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হেলালউদ্দীন, প্রফেসর আয়েশা আফরিন, সেলিমউল্লাহ্ জামান, সাহেলা আবেদীন, আনোয়ার সিদ্দিক চৌধুরী, মো. ইয়াকুব, অধ্যক্ক এএম শহিদুল আলম ও উপাধ্যক্ষ মো. গিয়াসউদ্দিন।