দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরীবাল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ঐতিহাসিক রামলীলা ময়দানে শপথ গ্রহণ করবেন তিনি। এতে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ দিল্লি থেকে নির্বাচিত বিজেপি সাংসদরাও।
তবে এ দিনই নিজের নির্বাচনি কেন্দ্র বারাণসী যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। ফলে কেজরীর শপথগ্রহণে মোদী উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
এ বারের বিধানসভা নির্বাচনে জয়ী ৮ বিজেপি বিধায়ককেও শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন কেজরী। তবে বিজেপি বিরোধী কোনো দলের নেতার নাম অতিথি তালিকায় নেই বলে জানা গিয়েছে। নেই অন্য রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীর নামও। তার জায়গায় রাজধানীর বিভিন্ন স্কুল থেকে কমপক্ষে ৫০ জন শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসক, পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারী পড়ুয়া, অটো চালক, এবং সাফাইকর্মীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্প্রতি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লিতে ক্ষমতায় ফিরেছেন কেজরীবাল। দিল্লিতে ৭০টি আসনের মধ্যে ৬২-তেই জয়ী হয়েছে তাঁর আম আদমি পার্টি (আপ)।
দলীয় সূত্রে জানা গেছে, মণীশ সিসৌদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাস গহলৌত, ইমরান হুসেন, রাজেন্দ্র গৌতমের মতো নেতাদের এ বারেও কেজরীবালের সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব হাতে পাবেন বলে জানা গেছে। সেই সঙ্গে অতিশী মারলেনা এবং রাঘব চাড্ডারাও মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে জোর জল্পনা রয়েছে।
এবারের নির্বাচনে বিশাল জয়ে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্বে কি ম্যাজিক দেখাবেন অরবিন্দ কেজরীওয়াল সেটাই এখন দেখতে উন্মুখ পুরো ভারত।