প্রথম টেস্টের উদ্বোধনী দিনের শেষ বিকেলের ধারাবাহিকতাটা দ্বিতীয় দিন সকালেও ধরে রেখেছে বাংলাদেশ। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৬৫ রানেই শেষ হয়ে গেছে সফরকারী জিম্বাবুয়ের ইনিংস।
উদ্বোধনী দিন প্রথম দুই সেশনে জিম্বাবুয়ের মাত্র তিনটি উইকেট ফেলেছিল বাংলাদেশ। আর শেষ বিকেলে এক সেশনেই তুলে নেয় তিন উইকেট।
আজ (রোববার) দ্বিতীয় দিন সকালেই জিম্বাবুয়ের শেষ চার উইকেট তুলে নেয় টাইগাররা। চারটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন আবু জায়েদ ও তাইজুল। সবমিলিয়ে আজ মাত্র ৩৭ রান যোগ করতে পেরেছে জিম্বাবুয়ে।
এদিকে ব্যাট করতে নেমে শুরুটা একেবারে খারাপ হয়নি বাংলাদেশের। ৩ ওভার শেষে স্কোর ছিল বিনা উইকেটে ১৮। তবে এরপরই ছন্দপতন। অফ স্ট্যাম্পের বাইরের একটি বলে কট আউট হয়েছেন তরুণ ওপেনার সাইফ (৮ রান)।
তবে বাংলাদেশের জন্য আশার ব্যাপার, ক্রিজে এখনো রয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তিনি অপরাজিত রয়েছেন ১০ রানে। তিন নম্বরে ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্ত অপরাজিত ৫ রানে।
প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেট ২৫। এখনো জিম্বাবুয়ের থেকে ২৪০ রানে পিছিয়ে বাংলাদেশ।
জয়নিউজ/হিমেল