বাঁশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে কিরিচের কোপে এক নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
গণ্ডামারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লালপুরি নতুন বাড়ি এলাকায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৪ জনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন মো. রায়হান (২০), সাবেকুর নাহার (৪৫), রেণু আরা বেগম (৪৫) ও রহমত উল্লাহ(৫৫)।
যোগাযোগ করা হলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার জয়নিউজকে বলেন, হামলার খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জয়নিউজ/উজ্জ্বল