তৃতীয় দিনেও দারুণ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের দুই উইকেট হারানো জিম্বাবুয়ে ৪৪ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। তবে ক্রেগ আরভিন এবং সেকান্দর রাজার ওয়ানডে স্টাইলে ব্যাটিং রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল টাইগারদের।
কারণ ৪৪ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়ের রান একসময় হয়ে যায় ৪ উইকেটে ১০৪। ৬০ রানের জুটিটা এসেছে মাত্র ১৩.১ ওভারে!
তবে মুমিনুলের অসাধারণ এক থ্রোতে এলোমেলো হয়ে যায় জিম্বাবুয়ের পরিকল্পনা। রানআউট হয়ে সাজঘরে জিম্বাবুয়ের ইনফর্ম ব্যাটমস্যান আরভিন। মাত্র ৪৯ বলে তিনি এই রান করেন।
এর আগে দলীয় ১৫ রানে কেভিন কাসুজাকে (১০) প্যাভিলিয়নে ফেরান তাইজুল। অভিজ্ঞ টেইলর আর আরভিন জুটি গড়ার ইঙ্গিত দিলেও তা হয়নি। এবারও আঘাত সেই নাঈমের। ১৭ রানে সাজঘরে ফেরেন টেইলর।
তৃতীয় দিনে যখন মধ্যাহ্ন বিরতিতে যাচ্ছে জিম্বাবুয়ে তখন তাদের স্কোর ৫ উইকেট ১০৯ রান। বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট নিয়েছেন নাঈম, তাইজুল দুটি।
জয়নিউজ