করোনার ছোবল শেয়ারবাজারেও

সারাবিশ্বে করোনা ভাইরাসের প্রভাবে ধস নেমেছে এশিয়ার শেয়ারবাজারগুলোতে।  এমনকি করোনা ছোবল বসিয়েছে সুদূর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াতেও।

- Advertisement -

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এসব এলাকার প্রায় সবগুলো শেয়ারবাজারেই লেনদেনের সূচক পড়ে গেছে আশঙ্কাজনক হারে।

- Advertisement -google news follower

চীনের পর করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এখন দক্ষিণ কোরিয়ায়। সেখানে ভাইরাস সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় এর প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। বুধবার দক্ষিণ কোরিয়ার কসপির সূচক কমে গেছে অন্তত ১ দশমিক ৫ শতাংশ।

একই অবস্থা জাপানেও। বুধবার সেখানকার নিক্কেই ২২৫-এর সূচক পড়ে গেছে ১ দশমিক শতাংশ। হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ১ দশমিক ১ শতাংশ।

- Advertisement -islamibank

তবে ভাইরাস আতঙ্কে সবচেয়ে বড় ধস নেমেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে। বুধবার কয়েক ঘণ্টার ব্যবধানে অন্তত ৮৭৯ পয়েন্ট হারিয়েছে (৩ দশমিক ২ শতাংশ) ডো (আইএনডিইউ)।গত চারদিনে দুই হাজারেরও বেশি পয়েন্ট হারিয়েছে তারা। একই দিন এস অ্যান্ড পি ৫০০-এর সূচক তিন শতাংশ ও নাসদাক কম্পোজিটের সূচক ২ দশমিক ৮ শতাংশ

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM