চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী জাপার প্রেসিডিয়াম সদস্য ও নগর জাপার সভাপতি সোলায়মান আলম শেঠ মনোনয়নপত্র জমা দেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরের লাভলেইন চট্টগ্রাম নির্বাচন কমিশনের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
সোলায়মান আলম শেঠ জয়নিউজকে বলেন, চট্টগ্রামকে পৌরসভা থেকে সিটি করপোরেশনে রূপান্তর করেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ। যার সুফল এখন নগরবাসী ভোগ করছেন। বীর চট্টলাবাসী জাতীয় পার্টিকে ভালোবাসে, তারা উন্নয়নকে ভালবাসে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত আধুনিক নগরীতে পরিণত করার লক্ষ্যে নগরবাসীর কল্যাণে আমাকে তাদের সমর্থন দিয়ে কাজ করার সুযোগ করে দিবেন।
এসময় উপস্থিত ছিলেন নগর জাপার সাধারণ সম্পাদক মো. এয়াকুব হোসেন, সহসভাপতি ছালামত আলী, আবু জাফর কামাল, ছগির আহম্মদ সোহেল ও মোহাম্মদ আলী।