৮ যাত্রীর কাছে মিলল ২১ লাখ টাকার সিগারেট

শাহ আমানত বিমানবন্দরে ৮ যাত্রীর থেকে ২১ লাখ টাকার সিগারেট জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ১২৮ ফ্লাইট) যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়

- Advertisement -google news follower

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান,  আবুধাবি থেকে আসা বিমানে ৮ যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

তিনি আরো জানান, যাত্রীদের মধ্যে মো. সোহেল রানার কাছে ৩০০ কার্টন, মো. সেলিমের কাছে ২৬০ কার্টন, মো. ইমতিয়াজের কাছে ১৯০ কার্টন, আবুল কালাম ও বেলাল মোহাম্মদের কাছে ২০ কার্টন করে, আবদুল আজিমের কাছে ৩০ কার্টন, কাজী মো. হানিফের কাছে ১৫ কার্টন ও পরিত্যক্ত অবস্থায় ২৬০ কার্টন সিগারেট পাওয়া যায়।  পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -islamibank

এছাড়া এ ফ্লাইটের যাত্রীরা ২১ স্বর্ণেরবার আনার ঘোষণা দিয়েছেন। তারা নির্ধারিত শুল্ক জমা দিয়ে তা ফেরত নিতে পারবেন।

জয়নিউজ/হিমেল/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM