৯০ বছরের জরাজীর্ণ ‘কালুরঘাট সেতু’। অনেক আগেই সেতুটি দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। মৃত্যুর সঙ্গে লড়তে থাকা সেতুটি রক্ষায় নিষিদ্ধ করা হয়েছে বালু উত্তোলনও।
তবে এসব নিষেধাজ্ঞা স্রেফ কাগজে-কলমেই সীমাবদ্ধ। কালুরঘাট সেতুসংলগ্ন কর্ণফুলী নদী থেকে প্রতিদিনই উত্তোলন করা হচ্ছে বালু। উত্তোলিত বালু বিক্রি চলছে নগর-গ্রামের বিভিন্ন স্থানে।
অবাক ঠেকলেও সত্য, দিনদুপুরেই চলছে এই বালুবাণিজ্য। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন বশে থাকায় প্রকাশ্য দিবালোকেই চলছে বালুবাণিজ্য।
এদিকে দিনের পর দিন অবৈধ বালু উত্তোলনে বিপজ্জনক অবস্থায় রয়েছে কালুরঘাট সেতু। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা সচেতন মহলের।
ছবিগুলো কালুরঘাট সেতু এলাকা থেকে শনিবার (২৯ ফেব্রুয়ারি) তোলা।