ক্রেডিট কার্ড ছাড়া অন্য সব খাতে ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশ হবে বলে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
রোববার (১ মার্চ) হাইকোর্টে রিটটি দায়ের করেন মাহফুজুর রহমান নামে এক আইনের ছাত্র। রিটে অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ তিনজনকে বিবাদী করা হয়েছে। রিটের শুনানি হতে পারে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঋণ-বিনিয়োগের ওপর সুদ-মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হলো। এরপরও যদি গ্রহীতা খেলাপি হিসেবে চিহ্নিত হন তাহলে সর্বোচ্চ দুই শতাংশ হারে দণ্ড সুদ আরোপ করা যাবে।
বর্তমানে ব্যাংকের ঋণ-বিনিয়োগের উচ্চ সুদ দেশের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পসহ ব্যবসা এবং সেবা খাতের বিকাশে প্রধান অন্তরায় বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জয়নিউজ