হাটহাজারীর মেখল ইউনিয়নে গ্যাস সিলিন্ডারের আগুনে পাঁচ বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
মঙ্গলবার (২ মার্চ) রাতে ইউনিয়নের রুহুল্লাপুর এলাকার আবদুল মজিদ সারাং বাড়িতে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে। গ্যাস সিলিন্ডার (রান্নার চুলা) থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার রাতে আবদুল মজিদ সারাং বাড়ির রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুনে পাঁচ বসতঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র এবং ইলেকট্রনিক যন্ত্রপাতিসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া পাঁচ পরিবারের সদস্যরা হলেন- ফরুক আহাম্মেদ, মো. হাসান, আহাম্মদ হোসেন ও মো. সালাউদ্দীন।
এছাড়া অগ্নিকাণ্ডে মো. ফয়জুল্লার ঘর আংশিক পুড়ে যায়।